ঢাকাশনিবার , ১৩ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীকে বলাৎকার শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আবু বকর সিদ্দিক
আগস্ট ১৩, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে প্রাথমিকের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গণপিটুনির পরে পুলিশে সোপর্দ করেছে সাথানীয়রা। বন্দর উপজেলার ৫৮নং পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (১৩ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে বন্দর থানা পুলিশ।শীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক হওয়া অভিযুক্ত শিক্ষকের নাম দুলাল। সে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

বলাৎকারের শিকার হওয়া শিশুর পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, এর আগেও বেশ কয়েক বার শিশুটিকে বলাৎকার করেছেন ওই শিক্ষক। শুধু ওই শিশুই নয় তার এমন গর্হিত কাজের শিকার হয়েছে ওই স্কুলের একাধিক শিক্ষার্থী। তবে সর্বশেষ বৃহস্পতিবার ওই শিশুকে বলাৎকার করেছেন অভিযুক্ত শিক্ষক। পরে ভূক্তভোগী ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের কাছে জানায়। এরপর শনিবার বিকেলে ওই শিক্ষককে গণপিটুনী দেয় স্থানীয়রা। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশে খবর দিলে বন্দর থানা পুলিশ এসে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ৫৮নং পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুবা বেগম জানায়, অভিযুক্ত শিক্ষক এক শিক্ষার্থীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাই স্থানীয়রা তাকে গণপিটুনী দিয়েছেন, পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে।বন্দর থানা পুলিশের পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।