প্রশাসন আমাদের পাশে থাকবে: লিপি ওসমান

মানুষের যে কোনো ছোট এবং বড় বিপদে তাকে (পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে) ফোন করেছি, সাথে সাথে সাবলীল ভাবে তিনি সাড়া দিয়েছেন। এবং সেটা সমাধান করেছেন। আর আমরা এটাই চাই, প্রশাসন আমাদের পাশে থাকবে আর আমরা তাদের পাশে থাকবো। এটাই হচ্ছে গণতন্ত্র। শহরের অক্টোফিস শামসুজ্জোহা ক্রীড়া কমপেলেক্সে শনিবার (১৩ আগস্ট) বিকালে কথা গুলো বলছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

লিপি ওসমান বলেন, উনি (এসপি) মনে হয় এ মাসেই আমাদের নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাচ্ছেন। আমরা আশা করবো, সবসময় উনি আমাদেরকে যে কোন ধরনের সহযোগিতা করবে। সালমা ওসমান লিপি বলেন, মানুষ মানুষের জন্য। যতদিন বেঁচে আছি, ততদিন এ ধরনের ভাল কাজ করে যাবো। আপনারা দোয়া করবেন, আমরা যেন আরও বেশি বেশি এ ধরণের কাজ করতে পারি।

তিনি বলেন, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সৃষ্টির সেবা, স্রোষ্টার এবাদত। সুতরাং যারা চিকিৎসা দিচ্ছেন, তারা মানুষের সেবা করছেন। সকলেই চিকিৎসকদের জন্য দোয়া করবেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পাশেই বসা ছিলেন।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ