ঢাকারবিবার , ১৪ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

গ্যাস চুরির অভিযোগে লাখ টাকা জরিমানা, কারাদন্ড

আবু বকর
আগস্ট ১৪, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের একটি চুন কারখানায় বাণিজ্যিক গ্যাস সংযোগ নিয়ে মিটার টেম্পারিংয়ের মধ্যমে গ্যাস চুরির অভিযোগে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একলাখ টাকা জরিমানা করেছে। এসময় ওই কারখানর ব্যবস্থাপককে জরিমানার পাশাপাশি ৭ দিনের বিণাশ্যম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। রবিবার (১৪ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট জানান, কারখানায় গ্যাস মিটারের ইনডেক্সে তার ঢুকিয়ে অবৈধ হস্তক্ষেপে করে মিটার টেম্পারিংয়ের মাধ্যমে গ্যাস কারচুপি করার অপরাধে গ্যাস আইন ২০১০ মোতাবেক প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুল দেওয়ান (৫০) কে এক লাখ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এধরনের গ্যাস চুরির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।