ঢাকাশুক্রবার , ২৬ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বিক্ষোভ মিছিলে হামলায় পুলিশসহ আহত ৭

আবু বকর সিদ্দিক
আগস্ট ২৬, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভা বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা গোপালদী বাজার এলাকায় একটি বাঁশের দোকানে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের কাছ থেকে রক্ষা পায়নি ডিএসবি পুলিশ আব্দুল কুদ্দুস ও স্থানীয় সাংবাদিক হারাধন। হামলার ঘটনার তথ্যচিত্র সংগ্রহ করতে তাদের উপর চড়াও হয় হামলাকারীরা। এছাড়াও হামলায় আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. কামাল হোসেন মোল্লা, আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, গোপালদী পৌর সভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক সোহাগ মাহমুদ, ফারুক খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৫জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ১০টার দিকে আড়াইহাজার উপজেলার গোপালদী বাজার সংলগ্ন বালুর মাঠে এ ঘটনাটি ঘটে। জ্বালানী তেল ও দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভা বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সকালে গোপালদী পৌর বিএনপির উদ্যোগে গোপালদী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি গোপালদী বাজারের দিকে ঢুকার আগেই স্থানীয় আওয়ামীলীগ নেতা মনির শিকদার ও আব্দুল লতিফ নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা এবং ইটপাটকেল নিক্ষেপ করতে করতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে গোপালদী বাজারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ চলছিল। হঠাৎ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিলে হামলা চালায়। এতে আমাদের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউছূফ আলী ভূঁইয়া বলেন, স্থানীয় লক্ষিবরদী এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে গোপালদী বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকায় যাচ্ছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা গোপালদী পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরের বাঁশের দোকান আগুন ধরিয়ে দেয়। তিনি আরো বলেন, আমি শুনেছি আগুনের ছবি তুলতে গেলে সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে না। সত্য প্রকাশ হওয়ার ভয়ে সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেওয়াসহ তাদের ওপর হামলা চালাচ্ছে আওয়ামী লীগ।

এদিকে গোপালদী পৌরসভা আওয়ামী লীগ নেতা মনির সিকদার বলেন, বিএনপির নেতাকর্মীরা এলাকায় নাশকতা করার চেষ্টা করছিল। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাতে বাঁধা দেয়। গোপালদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা বলেন, লবরদী এলাকায় বিএনপির নেতাকর্মীরা অরাজকতা ও নাশকতার চেষ্টাকালে আমাদের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা প্রদান করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, কোন প্রকার অনুমতি না নিয়ে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।