ঢাকারবিবার , ২৮ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

টি-টুয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ সাফল্য পাবো: টিটু

আবু বকর সিদ্দিক
আগস্ট ২৮, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে নানান বিতর্ক থাকলেও, বর্তমানে সেই ড্রেসিং রুমের অবস্থা চমৎকার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেল এর চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। গত শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় বিষয়টি জানান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, বর্তমানে ড্রেসিং রুমের পরিবেশ চমৎকার রয়েছে। বোর্ড সভাপতির সাথে সবার কথা হয়েছে। সবার সাথে ডিসকাশন না করে উনি (বিসিবি সভাপতি পাপন) কোন কাজ করেন না।

তানভির আহমেদ টিটু বলেন, সাকিব দায়িত্ব পেয়ে। সে ওয়ান অব দ্যা বেস্ট প্লেয়ার ইন দ্যা ওয়াল্ড। সে ভালো মতো বুঝেই এ দায়িত্ব নিয়েছে। সে টিম ম্যানেজমেন্ট এর সাথে বসে, আলাপ করে নিজের মতো করে একটি টিমও হয়তো বেছে নিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটি ক্যাপ্টেন যখন তার টিমের দায়িত্বটা নিবে; তখন সে টিমের প্রতি তার একটি কনফিডেন্স থাকতে হয়। যাদের উপর ভরসা করা যায়। বোর্ড সভাপতি সবাইকে নিয়ে যে প্লেনিং করেছেন, যে আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে এই চেঞ্জ গুলো চাচ্ছি; সেই চেঞ্জেস গুলো আসলে ইভেনচুয়ালি আমরা আশানুরূপ সাফল্য পাবো।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।