কাউন্সিলরদের ২ দিনের প্রশিক্ষন সম্পন্ন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দের জন্য আয়োজিত ২ দিনব্যাপী (২৭-২৮ আগস্ট) “সিটি কর্পোরেশন সম্পর্কিত অবহিতকরণ” প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর (অতিরিক্ত সচিব) এবং জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশিক্ষণ অনুষ্ঠানটি বাস্তবায়ন করে। প্রশিক্ষণ শেষে উপস্থিত সকল কাউন্সিলরকে সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ