মাদ্রাাসা ছাত্রীকে উত্ত্যক্ত বখাটে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জে মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক বখাটে যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই দন্ড প্রদান করেছেন।শুক্রবার (২ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোর্শেদ। উত্ত্যক্তকারী দণ্ডপ্রাপ্ত যুবক শাহ পরান (২৬) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

আড়াইহাজার থানা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাহমুদের সালমদী এলাকার স্থানীয় একটি মাদ্রাসার এক ছাত্রী বাড়ি ফেরার পথে বখাটে যুবক শাহ পরান তাকে উত্ত্যক্ত করে। ওই সময় বখাটে যুবক ওই শিক্ষার্থীর পিছু নিয়ে তাকে অশালীন কথা বলে ও অঙ্গভঙ্গী দেখায়। পরে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে ঘটনার বিস্তারিত তার বাবা-মাকে জানায়।ইভটিজিংয়ের কথা গ্রামের গণ্যমান্যদের জানালে তারা ইভটিজার শাহ পরানকে আটক করে।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে ওই যুবকের জবানবন্দি ও ভুক্তভোগীর আভিযোগ আমলে নিয়ে ১৮৬০ সালের ইভটিজিং আইনে শাহ পরানকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধায় তাকে কারাগারে পাঠিয়েছে আড়াইহাজার থানা পুলিশ।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ