ঢাকাশুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

২১ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আবু বকর
সেপ্টেম্বর ২, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আব্দুল অউয়াল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাইদ জিকু। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব কার্যালয়ের মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাইদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমে জানানো হয়। গ্রেপ্তার আব্দুল আউয়াল ফতুল্লার কোতালের বাগের আলী সর্দারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে আউয়াল তার স্ত্রীর বড় বোনের মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০০০ সালের মার্চে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ৯ মাস কারাগারে থাকার পর তিনি জামিনে বের হন। তখনই তিনি মালয়েশিয়ায় প্রবাসে চলে যান। এরপর ৩ বছর বিদেশে থাকার পরে দেশে ফিরে ছদ্মবেশে অটোরিকশা চালাতে শুরু করেন। এর আগে ২০১৬ সালে আদালত ধর্ষণ মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।