ফতুল্লায় আবদুল্লাহ সুইটস এন্ড বেকারিকে লাখ টাকা জরিমানা

ফতুল্লায় একটি বেকারীকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার তক্কারমাঠে আবদুল্লাহ সুইটস এন্ড বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় ব্রেড তৈরি, মুল্য তালিকা না দেওয়া, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো সেলিমুজ্জামান। এসময় ক্যাব প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মো সেলিমুজ্জামান জানান, পবিত্র রমজান উপলক্ষে ভেজাল এবং নকল উৎপাদনের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ভেজাল ও নকল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ