ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১০, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জ থানা এলাকা থেকে ডাকাত সর্দার আইয়ুবুরসহ ৭ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১। র‌্যাবের আদমজীনগর কার্যালয়ের সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার রিজওয়ান সাইদ জিকু স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া বাজার এলাকায় লিনা পেপার মিলস লিমিটেডে ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৭ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- ডাকাত সর্দার আইয়ুবুর আলী (৪৫), পিতা- মৃত বাহার উদ্দিন ভুইয়া, সাং- মঙ্গলখালী, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ শিপন মিয়া (৩৯), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং- মাহমুদাবাদ, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ শরীফ (৩৫), পিতা- আঃ মালেক, সাং- ব্রাহ্মণগাঁও, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ মিলন মিয়া (৪৪), পিতা- মাওলা বক্স, সাং- শাহাপুর, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, সাকিল আহম্মেদ (২৩), পিতা- শফিকুল ইসলাম, সাং- দরিকান্দি, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ইমতিয়াজ (২৩), পিতা- মোঃ ইসলাম, সাং- দরিকান্দি, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, মতিয়ার মৃধা (২৫), পিতা- হানিফ আলী মৃধা, সাং- বড় হিজলি, থানা-বালিয়া কান্দি, জেলা-রাজবাড়ী, এ/পি- সাং- দরিকান্দি, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১ টি চাপাতি, ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি তালা কাটার, ২ টি হাসুয়া, ১ টি লোহার ছোড়া, ২ টি সাবল, ২ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে, তারা দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মুড়াপাড়া বাজারস্থ লিনা পেপার মিলস লিমিটেড-এ ডাকাতি করছিল।

ডাকাত সর্দার আইয়ুবুর রহমান এর বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানায় ১ টি হত্যা চেষ্টা মামলা, ৬টি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা, ১ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা, ১ টি মারামারি মামলা, ১ টি নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা, গ্রেফতারকৃত ২নং আসামী শিপন মিয়া এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানার ১ টি মামলা, গ্রেফতারকৃত ৪নং আসামী মিলন মিয়া এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানায় ৩ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।