চন্দন শীলকে নারায়ণগঞ্জ ক্লাব সভাপতির শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রাপ্তিতে মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীলকে অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট আসিফ হাসান মাহামুদ মানু।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নারায়ণগঞ্জ ক্লাবের সম্মানিত সদস্য চন্দন শীলের রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন সামাজিক ও স্বজ্জন ব্যক্তি হিসেবে একটি পরিচয় রয়েছে। সর্ব মহলে প্রশংসিত ও ভালোবাসার মানুষ হিসেবেও তিনি পরিচিত। তার মত ব্যক্তি, যিনি তার নিজ দলের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাকে জেলা পরিষদে মূল্যায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী আবারো প্রমাণ করেছেন তিনি মানবতার মা, ত্যাগের স্বিকৃতি তিনিই দিতে পারেন। পাশাপাশি বিশেষ কৃতজ্ঞতা জানাই নারায়ণগঞ্জের গণমানুষের নেতা একেএম শামীম ওসমানের প্রতি। পরিশেষে চন্দন শীলের আগামী দিনগুলো সুন্দর হোক, সফলতায় ভরে উঠুক, শেই প্রত্যাশায় তার প্রতি অকুন্ঠ শুভেচ্ছা ও অভিনন্দন।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ