ঢাকাসোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

আড়াইহাজারে অবৈধভাবেবালু উত্তোলন, দুটি ড্রেজার জব্দ

আবু বকর
সেপ্টেম্বর ১২, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে পুকুর লিজ নিয়ে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা যায়নি। সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সারপাড়া এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার বলেন, দুটি বালু উত্তোলনকারী ড্রেজার জব্দ করা হয়েছে। তবে উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা বা সাজা দেওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।