পঞ্চমবারের মত শ্রেষ্ঠ এএসআই আব্দুর রহিম

পঞ্চমবারের মত নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার আব্দুর রহিম পিপিএম। গ্রেপ্তারী পরোয়ানা তামিলসহ দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায় আব্দুর রহিমকে পঞ্চম বারের মত শ্রেষ্ঠ নির্বাচিত করে সম্মমনা পদক তুলেদেন পুলিশ সুপার মো: গোলাম মোস্তফা রাসেল পিপিএম বার।

সভায় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খচরু, অতিরিক্ত পুলিশ সুপার ক অঞ্চল নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার খ অঞ্চল বিল্লাল হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান পিপিএমবার, ওসি তদন্ত হাফিজুর রহমান মানিক ও ওসি অপারেশন হাবিবুর রহমানসহ প্রমুখ।

জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবদুর রহিম বলেন, আমি পুলিশ প্রশাসনের সুনাম ও ভাবমুর্তি উজ্জল করতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। তিনি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ওসি তদন্ত হাফিজুর রহমান মানিক ও ওসি অপারেশন হাবিবুর রহমানের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ