নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে পা বাঁধা ও গলাকাটা অবস্থায় ফেরদৌস নামের এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধা করা হয়। নিহত ফেরদৌস শুভকরদি এলাকার নজরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার সাব ইন্সপেক্টর রবিউল জানান, গতকাল রাত ৯টা পর্যন্ত নিহত রবিউলের সাথে তার পরিবারের যোগাযোগ হয়, এর পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে আজ সকাল ৮টা সারে ৮টার দিকে আমরা খবর পাই যে একটি লাশ পাওয়া গেছে। তিনি আরও জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।