সমাবেশে রনি-স্বপনের নেতৃত্বে জেলা যুবদলের যোগদান

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটায় চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা এদিন দুপুরে শহরের চাষাঢ়া রেল ষ্টেশন এলাকায় জড়ো হয়। এরপর মিছিল নিয়ে চাষাঢ়ার সমাবেশে যোগ দেয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেয়।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ