ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ নির্বাচনে সায়েমের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বানের মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ওই যাচাই-বাছাই কার্যক্রম। জেলা পরিষদ নির্বাচনে শহীদ রেজা সায়েমের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন নারায়ণগঞ্জ নির্বাচন অফিসার মো. মতিয়ুর রহমান। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার ১ নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়ন জমা করেছেন ভাষা সৈনিক মরহুম বাদশাহ মিয়ার নাতি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েম শহীদ রেজা। তরুণ এ প্রার্থী সায়েম রেজা এই প্রতিবেদককে বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমার এর মনোনয়ন পত্রটি বৈধ ঘোষনা করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে যেন জনগনের সেবা করতে পারে। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। নির্বাচনে সবার সহযোগিতা ও দোয়া চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো। তিনি আরও বলেন, আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবো। এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে অংশ নেয়া। আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। উল্লেখ্য, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনৈতিক পরিবারের সন্তান সায়েম শহীদ রেজা। তার পিতা শহীদ রেজা লায়ন্স ক্লাব, রোটারী ক্লাব ও বামাকা’র সদস্য এবং নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ও নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। দাদা ভাষা সৈনিক মরহুম বাদশা মিয়া নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক লাইসেন্স অফিসার, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সদস্য ও শহর আওয়ামী লীগ নেতা। নানা বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন রফিক।প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন – ২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তরিখ আপীলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহন ১৭ অক্টোবর।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।