ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

আবু বকর
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্লট ব্যবসায়ী ইব্রাহীম হোসেনের উপর হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে সাড়ে ৫লাখ টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দেবই এলাকার সেলিম মিয়ার দোকানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী ইব্রাহীম মিয়া জানান, পূর্বাচল উপশহরের একটি প্লট ক্রয় করার জন্য বায়নার সাড়ে ৫লাখ টাকা নিয়ে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি থেকে রওনা হয়। দেবই এলাকার সেলিম মিয়ার দোকানের সামনে পৌঁছালে প্রতিপক্ষ খলিল, রাকিব, আতিক, লিমন, আশিক, আখের, দিলু মিয়া ও দ্বীন মোহাম্মদসহ তাদের সহযোগী ৮/১০ জন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহীম মিয়ার উপর হামলা করে। এসময় তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার জমি ক্রয়ের সাড়ে ৫লাখ টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় ইব্রাহীম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।