ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

জেলায় ভর করে মহানগর বিএনপির কর্মসূচি

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রথম কর্মসূচি জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের উপর ভর করে পালন করেছে। নেতাকর্মী না হওয়ায় জেলার নেতাদের ডেকে এনে লোক সমাগম করে মহানগর বিএনপি। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।সরেজমিনে দেখাঁ যায়, দুপুর ২ টা থেকে মঞ্চে অবস্থান করেন কমিটির সদস্য সচিব টিপু। পরে ৩টা বাজলেও দলের নেতাদের দেখা পাওয়া যায়নি সেখানে। পুরো শহীদ মিনার ছিল ফাঁকা। পরে জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীবের নেতাকর্মীরা আসা শুরু করলে কিছু লোকজন হয়। এরপর জেলা ছাত্রদল, ফতুল্লা থানা ছাত্রদল, জেলা যুবদল, ফতুল্লা থানা যুবদল, সোনারগাঁ থানা ছাত্রদলের নেতাকর্মীরা এসে কর্মসূচীতে স্লোগান দেন। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এসময় একটি মিছিল নিয়ে উপস্থিত হন। জেলার নেতাকর্মীদের উপর ভর করেই মহানগর বিএনপির প্রথম কর্মসূচী পালন করে মহানগর বিএনপি।এদিকে জেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম রবি আসলে জেলা বিএনপির আরো কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা এসে উপস্থিত হন।জেলার নেতাদের এনেও মহানগর বিএনপির নতুন কমিটির প্রথম কর্মসূচীতে শহীদ মিনার পূর্ণ করতে পারেনি নেতারা। এ নিয়ে নেতাদের ব্যর্থতাকে তুলে ধরছেন খোদ মহানগর বিএনপি নেতারা।এর আগে ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহবায়ক ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র। কমিটি ঘোষণার পরেই শুরু হয় বিদ্রোহ। ইতোমধ্যে কমিটির ১৫ জন সিনিয়র নেতা পদত্যাগপত্র দিয়েছেন। অভিযোগ উঠেছে, কমিটিতে বাদ দেয়া হয়েছে রাজপথের নেতাদের ও বিএনপির প্রভাবশালী জনপ্রতিনিধিদের। এদিকে আজকের কর্মসূচীতে মহানগর বিএনপির নবগঠিত ৪১ জনের কমিটির অর্ধেক নেতাও উপস্থিত ছিলেন না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।