ঢাকাসোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিপুল পরিমাণ বিষ্ফোরকসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর মনোহরদীতে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল ককটেলসহ মহাসড়কের সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। র‌্যাবের দাবি তারা সকলেই আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য।রবিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন আত্মশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক এবং ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা আদমজীনগর কার্যলয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন- জামালপুরের মৃত ছায়ের আলীর ছেলে ডাকাত সর্দার মো. আবু বক্কর সিদ্দিক (৫৮), ঢাকার কদমতলী এলাতকার মৃত আ. করিমের ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে বাবুল (৩৫), ঢাকার কদমতলী এলাতকার মৃত আ. করিমের ছেলে মো. জব্বার ওরফে লিটন (৪৮), খুলনার তেরখাদা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (৪৭), ঢাকার কদমতলী এলাকার মৃত শওকত আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬), বরগুনার বামনা থানার মৃত একুব আলী যানের ছেলে সজিব খান (৩০), কিশোরগঞ্জের কদমচাপ এলাকার মো. আসাদ মিয়ার মো. জাকির (২৮), শ্রমঙ্গলের মাঈজদী এলাকার মৃত জয়নাল হাজীর ছেলে মো. হোসেন মিয়া (৫২), নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার মো. আবু জাফরের ছেলে মেষ জাকির হোসেন (৩২), লক্ষ্মীপুরের সাকচর এলাকার মো. আমির উদ্দিন ওরফে আমিরুলের ছেলে মো. রিপন (২৭) এবং মুন্সিগঞ্জের গোয়াবাড়ি এলাকার মৃত মনা মিয়ার ছেলে মো. সবুজ (৩৮)। এসময় আসামীদের হেফাজতে ৫৪টি ককটেল, ৪টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ১টি খেলনা পিস্তল এবং ১টি হায়েস মাইক্রোবাস উদ্ধার করে র‌্যাব।সংবাদ সম্মেলনে তানভীর মাহমুদ পাশা জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় নিম্নেবর্ণিত মামলা রয়েছে। গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি মামলা রয়েছে। আসামী মো. আনোয়ার হোসেন বাবুলের বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি মামলা রয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। এই সংঘবন্ধ ডাকাত চক্রটি এর আগেও পরষ্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনামাফিক ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী গাড়ীসমূহ এবং আশে পাশের বিভিন্ন বাসা ও দোকানে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করেছে।ঘটনার দিন রাতে তাদের প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে নরসিংদী জেলার মনোহরদী থানার বিভিন্ন নির্জন স্থানে গাড়ি ও একই এলাকায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ ডাকাতি করা। তাদের ডাকাতি কাজের ধরন ছিল ব্যবহৃত মাইক্রোবাস দ্বারা ব্যারিকেড সৃষ্টি করে চলন্ত গাড়ীর গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে এবং দেশীয় ধারালো অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তল প্রদর্শন করে চলাচলরত যাত্রীসাধারণদের ভয়ভীতি, আতঙ্ক সৃষ্টি শেষে মাইক্রোবাসযোগে দ্রুততার সাথে ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়া। দুষ্কৃতিকারী এই ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে প্রয়াশই জনসাধারণকে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটিয়ে থাকে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।