রূপগঞ্জে হামলা-মামলা আতঙ্কে ঘরছাড়া বিএনপির কর্মীরা

নিজস্ব প্রতিবেদকনারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসময় বাড়িতে থাকা নারীদের পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে হামলার ঘটনার পর সোমবার (১৯ সেপ্টেম্বর) রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো, হানিফ মিয়া বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে আরো দেড় শতাধীক বিএনপির নেতাকর্মীদের অজ্ঞাত করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা ও মটরসাইকেল ভাংচুরের অভিযোগ এনে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান, মাসুম, সাহাবুদ্দিন, ওমাইনি, বাবু, শিশির, রনি হাসান মাটি, সাব্বির, রাতুল, আলামিন ও অজ্ঞাত দেড়’শ জন বিএনপি সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। হামলা ও মামলার ঘটনায় আতঙ্কে রয়েছে বিএনপির নেতাকর্মীরা। এর আগে আরো দুই দফা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার এড়াতে অনেক নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে জানাগেছে।মামলা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে উল্লেখিত ওই ১০ জনসহ অজ্ঞাত প্রায় দেড়’শ লোক লাঠিসোটা, ককটেল, পিস্তল, রামদা ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অনুপম গার্মেন্টের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মশাল মিছিল বের করে টায়ারে অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির সন্ত্রাসীরা রুহুল আমিন ও সানিকে এলোপাতারি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৩টি মটরসাইকেল ভাংচুর করা হয়।তবে ছাত্রলীগ নেতার মামলার আসামী মাসুদুর রহমানের অভিযোগ, আমাদের ওপর হামলা করে গুরুতর আহত করা হলো। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে উল্টো আমাদের নামেই মামলা দেয়া হয়েছে। আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করলেন, আমিসহ মোট ১০ জন নেতাকর্মী আহত হলাম। এখন উল্টো আমাদের নামেই থানায় মামলা দেয়া হয়েছে যেন আমরা রাজপথে না থাকতে পারি। আওয়ামী লীগরে সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় অপরাজনীতি করছে।এদিকে মামলার বাদী হানিফ মিয়া বলেন, বিএনপির নেতাকর্মীরা জ¦ালাও পোড়াও করার লক্ষে সড়কে মশাল মিছিল নিয়ে বের হলে তাদের বাঁধা দেওয়া হলে তারা অতর্কিত ভাবে আমাদের ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায় ও তিনটি মোটরসাইকেল ভাংচুর করে। পড়ে ওই ঘটনায় থানায় মামলা দায়ের করেছি।মামলার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এক পক্ষ অভিযোগ দিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে মামলা নিয়েছি। অন্য পক্ষ অভিযোগ দিলে সেটাও তদন্ত করে সত্যতা পাওয়া গেলে মামলা নেয়া হবে।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ