সোনারগাঁয়ে

প্রধানমন্ত্রীর ছ‌বি ভাঙচুর মামলায় ১০ বছ‌রের কারাদন্ড

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছ‌বি ভাঙচুরের ঘটনায় যুবকের ১০ বছ‌রের কারাদন্ডলাইভ নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচু‌রের ঘটনায় দা‌য়েরকৃত মামলায় এক যুবক‌কে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান ক‌রে‌ছে আদালত। একই সাথে আসামী‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৩ মা‌সের কারাদন্ড দেওয়া হয়।নারায়ণগ‌ঞ্জের অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ ‌দ্বিতীয় আদাল‌তের বিচারক সা‌বিনা ইয়াছ‌মিন মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকা‌লে এ রায় ঘোষনা ক‌রেন।দন্ডপ্রাপ্ত যুবকের নাম সোহাগ আলী। সোনারগা‌ঁয়ের সাহাপুর এলাকার আলাউ‌দ্দিন মিয়ার ছে‌লে। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না।নারায়ণগঞ্জ কোর্ট পু‌লি‌শের প‌রিদর্শক আসাদুজ্জামান জানান, বিগত ২০১৫ সা‌লের ২৭ ডি‌সেম্বর সোহাগ আলী সোনারগাঁও উপ‌জেলা প‌রিষ‌দে প্রবেশ ক‌রে প‌রিষ‌দের চেয়ারম‌্যা‌নের ক‌ক্ষে টানা‌নো প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছ‌বি বাই‌রে নি‌য়ে আ‌সে। প‌রে উপ‌জেলা প্রাঙ্গ‌ণে থাকা শহীদ মিনা‌রে নি‌য়ে ছ‌বি‌টি ভাংচুর ক‌রে। ওই সময় উপ‌স্থিত লোকজন তা‌কে আটক ক‌রে গণ‌পিটু‌নি দেয়। ঘটনার খবর পে‌য়ে প‌রিষ‌দের ক‌ম্পিউটার অপা‌রেটর আশরাফুল ইসলাম বিষয়‌টি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌কে অব‌হিত ক‌রেন। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার নি‌র্দেশে তা‌কে আট‌কে রে‌খে পু‌লি‌শে খবর‌ দেওয়া হয়। প‌রে পু‌লিশ এ‌সে তা‌কে গ্রেপ্তার ক‌রে নি‌য়ে যায়।এ ঘটনায় উপ‌জেলা প‌রিষ‌দের ক‌ম্পিউটার অপা‌রেটর আশরাফুল ইসলাম বা‌দি হ‌য়ে সোনারগাঁও থানায় ১৯৭৪ স‌নের বি‌শেষ ক্ষমতা আই‌নে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।এ‌দি‌কে সোনারগা‌য়ের স্থানীয় সাংবা‌দিকরা জানান, দ‌ন্ডিত সোহাগ আলী মান‌সিক ভারসাম‌্যহীন। মামলার বা‌দি আশরাফুল ইসলাম রা‌য়ে সন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ