শিল্প বর্জ্য নদীতে ফেলায় ৪ প্রতিষ্ঠানের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদকবর্জ্য সোধন না করে সরাসরি শীতলক্ষ্যায় ফেলে নদী দূষণ করার অপরাধে চার শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়েছে।বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়য়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের ৪ টি শিল্প প্রতিষ্ঠানে ওই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এসময় প্রত্যেকটি প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে সংস্থাটি। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার ইব্রাহীম নিট কম্পোজিট, হাজীগঞ্জ এলাকার ওয়েস্ট নিট ওয়্যার লিমিটেড, সাইলো রোড এলাকার রানস্ অ্যাপারেলস লিমিটেড ও ফতুল্লা থানাধীন জালকুঁড়ি এলাকার শাকিল নিটেক্স লিমিটেডের বিরুদ্ধে নদী দূষণের প্রমাণ পায় তারা। পরে বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি) ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহায়তায় ওই শিল্প কারখানা গুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকর্মীদের বলেন, ওই প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে কারখানা পরিচালনা করে আসছিলেন। এছাড়াও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই উৎপাদন চালিয়ে আসছে। পাশপাশি একটি শিল্প প্রতিষ্ঠানে ইটিপি থাকলেও তারা তা ব্যবহার করেনি। ফলে ওই শিল্প প্রতিষ্ঠান গুলোর শিল্প বর্জ্য সরাসরি নদীতে পতিত হয়ে শীতলক্ষ্যা নদী দূষিত হচ্ছে। তিনি বলেন, নদী দূষণের অভিযোগে মোট চার শিল্প প্রতিষ্ঠানের ইউটিলিটি সার্ভিসের সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। নদী দূষণ রোধে দূষণকারী সব শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ