ঢাকাসোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদে সদস্য নির্বাচন আবারো আলোচনায় আইভী-শামীম

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন নিয়ে চলছে সমঝোতার খেলা। কোন কোন ওয়ার্ডে ভোটারদের মাঝে মোটা অংকের টাকা বিলানো হচ্ছে বলেও গুজব চলছে। তবে সব কিছু ছাপিয়ে আবারো আলোচনায় উঠে এসেছে ক্ষমতাশীন দলের ২ র্জানৈতিক প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান এমপি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। কারণ জেলা পরিষদের ১নং ওয়ার্ড (সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড) এই ২ জনপ্রতিনিধির নির্বাচনী এলাকার মধ্যেই পরেছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের যে ৩৬জন কাউন্সিলর রয়েছেন তারাও স্থানীয়ভাবে শামীম ওসমান ও মেয়র আইভীপন্থী হিসেবে পরিচিত। এছাড়াও ২নং ওয়ার্ডে (ফতুল্লা, সদর ও বন্দরের ১২টি ইউনিয়ন) এর আওতাধীন এলাকাগুলোতেও শামীম ওসমান ও তার বড় ভাই সেলিম ওসমান এমপির প্রভাব রয়েছে। এদিকে রবিবার মনোনয়ন পত্র শেষ দিনে মোট ৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। তিনি জানান, রবিবার সংরক্ষিত সদস্য পদে ২নং ওয়ার্ডে কোহিনুর বেগম, সাধারন সদস্য পদে ২নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, আলী নূর, রুহুল আমিন এবং ৩নং ওয়ার্ডে ফারুক হোসেন ও এনামুল হক বিদ্যুত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশী আলোচনা চলছে ১নং ওয়ার্ড নিয়ে। এই ওয়ার্ডের ভোটার খোদ নাসিক মেয়র সেলিনা হায়াত আইভীও। তাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের ২৭টি ওয়ার্ডের ৩৬জন কাউন্সিলরের কাছে দিন রাত ভোট চেয়ে ফিরছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মুজিবুর রহমান, বন্দরের আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. আলাউদ্দিন এবং মহানগর ছাত্রলীগের সাবেক নেতা সায়েম রেজা। শোনা গেছে এই ৪প্রার্থীর মধ্যে নাসিক মেয়র আইভী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাহাঙ্গীর আলমকে সমর্থন দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কাউন্সিলর জানিয়েছেন, গত সপ্তাহে জাহাঙ্গীর আলমের পক্ষে বেশ কয়েকজন কাউন্সিলরের কাছে ভোট চেয়েছেন মেয়র আইভী। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের পক্ষে আছেন শামীম ওসমান এমপি। বেশ কয়েকজন কাউন্সিলর জানিয়েছেন, মজিবুর রহমান এর পক্ষে ইতিমধ্যেই ভোট চেয়ে শামীম ওসমানের বার্তা পেয়েছেন তারা। তবে ভোটাররা বলছেন, জাহাঙ্গীর আলম ও মুজিবুর রহমানের জয় পরাজয় এখন প্রেস্টিজ ইস্যু দাড়িঁয়েছে প্রভাবশালী ঐ ২জনপ্রতিনিধি। তবে তারা বলছেন সাবেক সদস্য আলাউদ্দিন ও ছাত্রলীগের সাবেক নেতা সায়েম রেজা কত ভোট পাবেন বা কোন গ্রুপের ভোট কাটবেন তার উপরই নির্ভর করছে অনেক কিছুই।অপরদিকে ফতুল্লার ৫টি ইউনিয়ন, সদরের ২টি ইউনিয়ন ও বন্দরের ৫টি ইউনিয়ন নিয়ে ২ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ৭ জন। এদের মধ্যে ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মাচুম আহমেদকে পরোক্ষ সমর্থন দিয়েছেন স্থানীয় এমপি সেলিম ওসমান। ইতিমধ্যেই সমঝোতার খেলায় ৩জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ভোটাররা বলছেন, সেলিম ওসমান এমপির পাশাপাশি এই ওয়ার্ডে প্রভাব রয়েছে শামীম ওসমান এমপিরও। তাই জয় পরাজয়ের ক্ষেত্রে ২সহোদও এমপির ভুমিকাই মূল ফ্যাক্টর বলে মনে করেন তারা। তবে এই ওয়ার্ডে ধামগড়ের সাবেক চেয়ারম্যান মাছুম আহম্মেদ এবং ফতুল্লার আ’লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর আলমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বলেও মন্তব্য করেন তারা।এদিকে ৩ নং ওয়ার্ড(সোনারগাঁ) থেকে সাধারণ সদস্য পদে ৬জন মনোনয়ন জমা দিরেও সেখানেও সমঝোতার খেলায় ২জন প্রত্যাহার করে নিয়েছেন। এই ওয়ার্ডের ভোটাররা হলেন সোনারগাঁও উপজেলা পরিষদের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার ও নারী মেম্বাররা। তবে এই ওয়ার্ডের ভোটারদের মধ্যেও প্রভাবশালী ওসমান পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে। কারণ সোনারগাঁ আসনের জাতীয় পার্টি দলীয় এমপি লিয়াকত হোসেন খোকা তাদের ঘনিষ্টজন। অত্র আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতও এখন শামীম ওসমানের সাথে তাল মিলিয়ে রাজনীতি করছেন।এর আগে সাধারণ সদস্য পদে ২টি ওয়ার্ডে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তারা হলেন ৪ নং ওয়ার্ড (আড়াইহাজার) থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ১ জন। তিনি হলেন মিয়া মো. আলাউদ্দিন। ৫নং ওয়ার্ড (রূপগঞ্জ) থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ১ জন। তিনি হলেন আনছার আলী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।