ঢাকাসোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মাকে রাস্তায় ফেলে গেছে সন্তানরা

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়নগঞ্জের বন্দরে অসুস্থ বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে রেখে গেছে সন্তানরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব নিয়ে ওই মাকে বন্দর উপজেলো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বয়সের ভারে ন্যুব্জ হয়ে যাওয়া ওই মায়ের স্মরণ শক্তি কমে যাওয়ায় তার নাম পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা দুইটায় তাকে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত-এ-খুদার নির্দেশে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফয়সাল কবির একরামপুর এলাকা থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বন্দরের একরামপুর এলাকায় স্থানীয়দের সাথে কথা বলে জানান যায়, ওই বৃদ্ধ সারীকে তার স্বজনেরা বনদএরর একরামপুর এলাকায় ফেলে যায়। এর পর থেকেই রাস্তায় ঠাই হয় ওই মায়ের।স্থানীয়রা উদ্যোগ নিয়ে রাস্তার পাশে ফুটপাতে একটি কৃষ্ণচুড়া গাছের নিচে ত্রিপল দিয়ে ঢেকে তার থাকার ব্যবস্থা করেছেন। গত পনের দিন যাবৎ তার খাবারের ব্যবস্থা করেছেন তারা। অসুস্থ মা তার নাম পরিচয় বলতে পারছেননা। একরামপুর এলাকার বাদল মিয়া নামের এক দোকানী নারায়ণগঞ্জের আলোকে বলেন, প্রথমে তিনি খোলা আকাশের নিচে পরেছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে একরামপুর মোড়স্থ ওই কৃষ্ণচুড়া গাছের নিচে এনে রাখা হয়। পরে একটি ত্রিপল কিনে ওই যায়গাতেই থাকার ব্যবস্থা করা হয়। আজ উপজেলা প্রশাসনের বড় কর্তারা এসে তাকে হাসপাতালে নিয়ে গেছেন। তবে তার কথা শুনে মনে হচ্ছে তার বাড়ি নোয়াখালী বা আশেপাশের কোথাও হতে পারে।এদিকে ওই বৃদ্ধ মায়ের সেবাকরা এক স্থানীয় আরেক নারী বলেন, আমি তাকে বিগত দিনে সেবা করেছি। স্থানীয়রা আমাকে সহযোগীতা করেছে, তাদের সহায়তায় তার খাবারের ব্যবস্থা হয়েছে। আজ শুনেছি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি খুবই মানবিক, সন্তানরা যেন তাদের ভুল উপলব্ধি করে তাকে বাড়িতে ফিড়িয়ে নেয়।বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নারায়ণগঞ্জের আলোকে বলেন, স্থানীয় এক গণমাধ্যমকর্মীর মাধমে খবরটি জানতে পেরে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই মায়ের বয়সের ভাড়ে স্মরণ শক্তি লোপ পেয়েছে। তার কথাবার্ত অসংলগ্ন ও অসম্পুর্ণ। তাই তার পরিচয় জানা যায়নি। যারাই এই গর্হিত কাজ করেছেন আমি আশা করি তারা অনুতপ্ত হয়ে মাকে ঘরে ফিড়িয়ে নিবেন। এছাড়াও যদি কেউ তাকে চিনে থাকেন তবে বন্দর উপজেলা প্রশাসনের সাথে যোগা যোগ করার অনুরোধ করেন তিনি।তিনি আরো বলেন, বৃদ্ধ মায়ের শারীরিক অবস্থ্যা এখন আগের চেয়ে ভাল। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। আপাতত তাকে এখানেই রাখা হবে, যদি পরিবার এগিয়ে আসে তবে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসলে তার চিকিৎসার চেয়ে বড় প্রয়োজন হল পারিবারিক ভালবাসা ও সেবার। পরিবার যদি তাকে নিতে না চায় তবে কী করা হবে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে উর্ধতন কর্মকর্তাগণ একটি বোর্ড সভা করে পরবর্তী সিদ্ধান্ত নিবেন। চিকিৎসার পর তার প্রকৃত পরিচয় পাওয়া না গেলে প্রবীণ নিবাসে ভর্তির ব্যবস্থা করা হতে পারে বলে জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।