ঢাকাসোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ মোবাইলসহ ২ কালোবাজারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও পন্য সামগ্রী অবৈধ ভাবে ঢাকায় পাচারের সময় ২ কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগর। ওই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ২৭১টি মোবাইল সেট যারমূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা ও ১টি কালো রং এর মাইক্রোবাস জব্দ করে। গ্রেপ্তারকৃত কালোবাজারিরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী থানার নুরপুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে নয়ন হোসেন (২৭) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম সজিব (২২)। গত রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে মাইক্রোবাস তল্লাশী চালিয়ে উল্লেখিত মোবাইলসেটসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগর এর উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই কালোবাজারিদের বিরুদ্ধে বন্দর থানায় বিশেষ সক্ষম আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৭(৯)২২। মামলার তথ্য সূত্রে জানা গেছে, র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেনসহ সঙ্গীয় র্ফোস গত রোববার সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার মদনপুর এলাকায় টহল ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে খবর পায় একদল কালোবাজারি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমান মোবাইল সেট শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ঢাকা উদ্দেশ্যে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ওই দিন বিকেল ৫টায় মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অস্থায়ী পেক পোষ্ট বসিয়ে ঢাকাগামী বিভিন্ন মাইক্রোবাস তল্লাশী শুরু করে। তল্লাশী এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টায় ঢাকা গামী একটি কালো রং এর মাইক্রোবাস যার রেজি নং ঢাকা মেট্রো চ ১৯-৬৫৯৭ তল্লাশী চালিয়ে ৮৬টি পকো এক্স ৪ ইনটেক্ট মোবাইল সেট, ৬৬টি নারজো ৫০প্র ইনটেক্ট মোবাইল সেট, ৩৯টি রিলমি ৯প্র প্লাস মোবাইল সেট, ২৩টি রিলমি ৯প্র ইনটেক্ট মোবাইল সেট, ৪২টি রিডমি ১০ প্রইমি ইনটেক্ট মোবাইল সেট, ৭টি রিডমি ৯ এ্যাকটিভ ইনটেক্ট মোবাইল সেট, ৪টি রিডমি নোট ১১প্র ইনটেক্ট মোবাইল সেট ও ৪টি রিডমি নোট ১১প্র প্লাস ইনটেক্ট মোবাইল সেট ও তাদের বহনকৃত একটি কালো রংএর মাইক্রোবাস জব্দ করে। পরে র‌্যাব-১১ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে তাদেরকে বন্দর থানা পুলিশে সোর্পদ করলে পুলিশ ধৃতদের ওই দিন দুপুরে ওই মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।