শিশু খাদ্য গুড়া দুধের মূল্যে প্রতারণায় জরিমানা

নারায়ণগঞ্জ শহরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে শিশু খাদ্য গুড়া দুধের মূল্যে প্রতারণার অপরাধে এক দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) শহরের ফলপট্টি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন ।মো. সেলিমুজ্জামান জানান, শিশু খাদ্য গুড়া দুধের গায়ে আমদানিকর্তৃক মুল্য না থাকা এবং অধিক মুল্যে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারায় কদম রসুল ট্রেডার্সকে দশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।অভিযানে সহযোগীতা করেন জেলা পুলিশের একটি টিম, বাজার কর্মকর্তা ও জেলা চেম্বারঅব কমার্সের প্রতিনিধি।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ