ঢাকাশুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জে ২৯ দিনে ২৯ লাশ

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ৩০, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে হত্যা ও আত্মহত্যার সংখ্যা। হত্যার ঘটনায় রহস্য উদঘাটন ও জরিতদের গ্রেফতার হলেও বেশিরভাগ আত্মহত্যার পিছনের ঘটনা রয়েছে অজানা। তথ্য মতে, নারায়ণগঞ্জে চলতি (সেপ্টেম্বর) মাসের প্রথম দিন থেকে শেষ অব্দি মোট ৬টি হত্যা সংগঠিত হয়েছে। আসামীও গ্রেফতার হয়েছে বেশির ভাগ মামলায়। এদিকে জেলায় চলতি মাসের আত্মহত্যা করেছে ১১জন। আর এই আত্মহত্যার বেশির ভাগ কারণ হিসেবে দেখা যাচ্ছে পারিবারিক কলহ অথবা প্রিয় মানুষের প্রতি অভিমান। অন্যদিকে, চলতি মাসে নানা দুর্ঘটনায় প্রান গেছে ৬ জনের। যার মধ্যে বেশির ভাগ সড়ক দুর্ঘটনা। এছাড়াও আরও ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৫জনই অজ্ঞাত। সেপ্টেম্বর মাসে হত্যার যত ঘটনা-*সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত হয় শাওন নামের এক যুবক।*গত ১২ সেপ্টেম্বর সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকা থেকে পা বাঁধা ও গলাকাটা অবস্থায় ফেরদৌস নামের এক মিশুক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।*রূপগঞ্জে জুয়া খেলার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ১৫ সেপ্টেম্বর রাতে পিটিয়ে ও কীটনাশক সেবন করিয়ে হত্যার অভিযোগ উঠে। নিহতের যুবকের নাম আমানউল্লাহ।*২১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে প্রকাশ্যে এলোপাথারি ভাবে কুপিয়ে রূপগঞ্জে এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।*গত ২৫ সেপ্টেম্বর নিজ বাড়ির টয়লেট থেকে উলঙ্গ অবস্থায় মোশারফ হোসেন নামের এক দলিল লেখকের লাশ উদ্ধার করা হয়।*গত ২৮ সেপ্টেম্বর সকালে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকির ভাড়াটিয়া বাড়িতে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়। সেপ্টেম্বর মাসে আত্মহত্যার যত ঘটনা-*গত ৪ সেপ্টেম্বর দুপুরে বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী গ্রামে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধু। নিহত গৃহবধুর নাম বাধন(২০)।*গত ৬ সেপ্টেম্বর সোনারগাঁয়ে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম সনিয়া আক্তার (২৬)।*গত ১০ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জে পাইনাদী সিআইখোলা এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলো রবিউল ও আয়শা সিদ্দিক।*মোটরসাইকেল কিনে না দেয়ায় গত ১২ সেপ্টেম্বর বিকেলে বাবা-মায়ের সাথে অভিমান করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক তরুণ। নিহত তরুনের নাম সাগর পাল (২২)।*১১ সেপ্টেম্বর সকালে আড়াইহাজারে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরীর নাম নাহিদা আক্তার।*গত ১৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকা থেকে জীবন মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।*গত ১৬ সেপ্টেম্বর হতাশাগ্রস্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে ইরফান নামের এক যুবক।*গত ১৯ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিম ভোলাইল এলাকায় বাবার বকুনির ভয়ে রিমন মন্ডল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কর।*গত ২১ সেপ্টেম্বর রূপগঞ্জে এক শিশুর(১২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।*গত ২১ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।*গত ২৬ সেপ্টেম্বর দুপুর ১টায় দেওভোগে গলায় ফাঁস দিয়ে পপি (২০) নামে এক অন্তঃসত্ত্বা যুবতী আত্মহত্যা করে। সেপ্টেম্বর মাসে যত দুর্ঘটনায় নিহত-*গত ২ সেপ্টম্বর ফতুল্লায় গরম ডালে ঝলসে আড়াই বছরের শিশু মারা যায়। নিহত শিশুর নাম আবদুল্লাহ।*গত ৬ সেপ্টেম্বর দুপুর দেড় টায় বন্দর উপজেলার সোনাচড়া স্কুল ঘাটে বজ্রপাতে এক ট্রলার চালকের মৃত্যু হয়।*১০ সেপ্টেম্বর রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজের ঢালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতরা হলেন- আমির হামজা (১৮) ও শ্রাবণ রেজা (১৮)।*গত ১৯ সেপ্টেম্বর সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় বাড়ির ছাদের ওপর ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের নিহত হয়।*গত ২১ সেপ্টেম্বর রাজধানী যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাচ্চু মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়।*গত ২২ সেপ্টেম্বর ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে আবু বক্কর (১৩) নামের এক কিশোরের নিহত হয়। লাশ উদ্ধার-*গত ৭ সেপ্টেম্বর সকালে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রাম থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম মো. বাদল শেখ (৪৫)।*গত ১৬ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে আহম্মদ উল্লাগ মৃদুল নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।*গত ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার মালিবাগস্থ জনৈক ইয়াসিন মোল্লার পরিতক্ত পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।*গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বালুরমাঠ এলাকায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের নিচে পরে অজ্ঞাত এক শিশু নিহত হয়।*গত ২৯ সেপ্টেম্বর দুপুরে বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।*গত ২৯ সেপ্টেম্বর চাষাঢ়ায় সরকারি মহিলা কলেজের পাশের রেললাইনের পরিত্যক্ত স্থান থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।