নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে সোনারগাঁ উপজেলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউপিস্থ নয়াপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন ভুঁইয়া (৩৫), মোঃ রাসেল (২৯), আবুল (৩২) ও রতন (৩০)। তাদের কাছ থেকে ১টি লোহার চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি টর্চ লাইট এবং ১টি কাটা জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাদিপুর ইউপিস্থ নয়াপুর বাজারের উত্তর পাশে নয়াপুর ঈদগাহ মাঠের মধ্যে ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত দলের অবস্থানের তথ্য পেয়ে অভিযানটি পরিচালনা করে। এসময় ৪জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি’র অভিযানে দেশিও অস্ত্রসহ ৪জন গ্রেফতার
সোর্স:নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।