বন্দরে মাছের খামারে অবৈধ বালু ভরাট, ড্রেজার উচ্ছেদ

বন্দরে আদালতের আদেশ অমান্য করে রাতের আধারে অবৈধ ভাবে বালু ভরাটের অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদ করেছে বন্দর উপজেলা প্রশাসন। সোমবার (৩ অক্টোবর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নেতেৃত্বে বন্দর কলাবাগ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়। তথ্য সূত্রে জানা গেছে, আদালতের আদেশ ও পুলিশের বাধা উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী হাবিবুর রহমান গং সরকারি জলাশয় ও ব্যাক্তি মালিকানাধীন মাছের খামারে ড্রেজার দিয়ে বালু ভরাট করে আসচ্ছে। অবৈধ ড্রেজার স্থাপন করে রাতের আধারে সরকারি জলাশয় ও ব্যাক্তি মালিকানা মৎস খামারে বালু দিয়ে ভরাটের কারনে মৎস খামারের লাখ লাখ টাকার বিভিন্ন জাতের মাছ নিধন হয়ে যাচ্ছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে আইন শৃঙ্খলা দায়িত্বে ছিলেন বন্দর থানার সেকেন্ড অফিসার এস.আই সাইফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় র্ফোস।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ