ঢাকাসোমবার , ৩ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ আহত ১০

আবু বকর সিদ্দিক
অক্টোবর ৩, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের অলিম্পিক কাটার পিপাসা পাম্পের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায় নি।
পুলিশসূত্রে জানা যায়, সকালে মতলব এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০১৩৯) গাড়ির অজ্ঞাত নামা চালক দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার বিপরীত পাশে গিয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৯০৪৯) ও মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-১১-৫৫৬০) কে ধাক্কা দেয়। এসময়  চালক ও পুলিশ সদস্যসহ ১০জন গুরুতর আহত হন।
আহতদের স্থানীয় আল-বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত মোটরসাইকেল চালক পুলিশ সদস্য বলে জানা য়ায়। পুলিশ সদস্যকে কাঁচপুর হাইওয়ে থানার এ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।