ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

তৃনমূলকে ভালোবাসতে শিখালেন শামীম

আবু বকর সিদ্দিক
অক্টোবর ৭, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী সব সময় বলে থাকেন, তৃনমূলই দলের প্রাণ। এবার তৃনমূলকে কিভাবে সম্মান দেখাতে হয়, ভালোবাসতে হয় সেটাই শিখালেন শামীম ওসমান এমপি। ৫টি থানা এলাকার তৃনমূলের হাজার হাজার কর্মী হেসে খেলে গান গেয়ে আর ভুড়িভোজ করে দেখে গেলেন আবার শামীম ওসমানের এই ভালোবাসা। কর্মীরা বলছেন, শামীম ওসমান মানেই চমক, অনুকরণীয়,অনুস্মরনীয়। শামীম ওসমানের এই ভালোবাসাই প্রমাণ করে তিনিই কর্মী বান্ধব। যারা দলের কারণে আজ নেতা, সম্পদের পাহাড় গড়েছেন আর বিএনপি-জামাতের বিরুদ্ধে কথা বলা তো দূরে থাক কর্মীদের কথা শুনতেই বিরক্ত বোধ করেন, কর্মীরাও যাদের কাছে সুখদুখের কথা বলতে যেতে ভয় পান, তাদের কাছেও এটি একটি শিক্ষা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে শহরের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে দলের তৃণমূল নেতাকর্মীদের সম্মান জানিয়েছেন শামীম ওসমান।এসময় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা শামীম ওসমান এমপি বলেছেন, হৃদ স্পন্দন ছাড়া যেমন জীবন বাঁেচ না, তেমনি শেখ হাসিনার কর্মীরা তথা তৃনমূলই হলো বাংলাদেশ আওয়ামীলীগের হৃদ স্পন্দন। প্রধানমন্ত্রীও তার তৃনমূল কর্মীদের সবচেয়ে বেশী মূল্যায়ন করেন, ভালোবাসেন, সম্মান করেন। তাই যারা বঙ্গবন্ধু পরিবারের জন্য, নেত্রীর জন্য, দলের জন্য নি:স্বার্থ ভাবে ত্যাগ দিয়ে চলেছেন তাদের মুল্যায়ন সবার আগে করতে হবে। শামীম ওসমান বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবী জানিয়ে বলেন, আমাদের সেনাবাহিনী, প্রশাসন, র‍্যাব, পুলিশ ,বিজিবি আমাদের গর্ব। ভাল খারাপ সব জায়গায় আছে। আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর স্যাংশন দেয়া হয়। কি কারনে স্যাংশন দেয়া হয় ! জাতি সংঘের শান্তিরক্ষা মিশনে এদেশের প্রতিরক্ষা বাহিনীর সুনাম বহু বছরের। এই সেদিন আমাদের সেনাবাহিনীর তিনজন বীর সৈনিক শান্তির জন্য লড়াই করতে করতে শান্তি মিশনে শহীদ হয়েছেন। তাহলে যারা শান্তি প্রতিষ্ঠায় জীবন হারাচ্ছেন সেই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে কি শান্তিতে নোবেল দেয়ার দাবী জানাতে পারি না? বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে শহরের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে দলের তৃণমূল নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন শামীম ওসমান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শহর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের প্রায় ৬হাজার তৃনমূল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় শীর্ষস্থানীয় নেতাদের সামনে বিভিন্ন এলাকার কর্মীরা বক্তব্য দেন, অনেকে দেশাত্মবোধক গান পরিবেশন করেন এবং সবশেষে ছিল ভুড়িভোজ। উৎসবমুখর এই অনুষ্ঠানের আয়োজন করায় শামীম ওসমান এমপিকে এসময় কর্মীরা ধন্যবাদ জানিয়ে বলেন, শামীম ওসমান যেভাবে তৃনমূলকে সম্মানিত করেছেন , সেভাবে দেশের প্রতিটি জেলায় যদি সম্মানিত করা হয় তবে আওয়ামীলীগের তৃনমূলে যে হতাশা ক্ষোভ বিরাজ করছে তা দূর হয়ে যাবে।অনুষ্ঠানে বক্তব্যকালে শামীম ওসমান এমপি বলেন, আগামীতে ষড়যন্ত্র হবে এবং সেটা মোকাবেলা করতে কর্মীদের প্রস্তুত থাকতে হবে। দেশে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ভরসারস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার ষড়যন্ত্র হচ্ছে। নারায়ণগঞ্জেও নানা ধরনের খেলা হবে। নারায়ণগঞ্জ অনেকের প্রধান টার্গেট। কিন্তু আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করব। কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে শামীম ওসমান বলেন, ‘আজকের এ আয়োজন আমাদের কর্মীদের জন্য। তাদের সম্মানিত করা। আগামী ২৩ তারিখ জেলা ও ২৫ তারিখ মহানগর আওয়ামীলীগের সম্মেলন। ইতোমধ্যে আমি কেন্দ্রীয় নেতাদের বলেছি এখনো বলছি ত্যাগীদের মূল্যায়ন করুন। মাথা থেকে পা পর্যন্ত যারা আওয়ামীলীগার তাদের মূল্যায়ন করুন। মূল্যায়ন মানে শুধুই পদ পদবি বা টাকা নয়, সম্মান দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে কর্মীদের মূল্যায়ন করেন পছন্দ করেন, ভালোবাসেন সেটা তিনি বার বার উদহারণ দেখিয়েছেন। তার সবচেয়ে বড় প্রমান চন্দন শীল। তার দুই পা নেই, বোমা হামলায় পঙ্গু হয়েছেন। শেখ হাসিনা তাকেই জেলা পরিষদের মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন তৃণমূলের সকল ত্যাগী নেতাকর্মীদের মনোনয়ন। তিনি আরও বলেন, জাতির পিতার কন্যা শুধু আওয়ামী লীগের স্পন্দন নন। তিনি আমার সস্তান, আপনার সন্তানের ভবিষ্যত।এসময় জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ ও তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।