ঢাকাশনিবার , ৮ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সমাবেশ

আবু বকর সিদ্দিক
অক্টোবর ৮, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরে ফতুল্লা স্টেশনের পূর্ব পাশে উকিল বাড়ীর মোড় থেকে স্টেশন পর্যন্ত কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে স্বাভাবিক চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ব্যবসা কার্যক্রমে স্থবিরতা দেখা দিলেও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোন উদ্যোগ না নেয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এরই ধারাবাহিতায় জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পেতে সমাবেশ করেছে স্থানীয় ভুক্তভোগী মহল। শনিবার (৭ অক্টোবর) দুপুরের ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয়রা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।এদিকে সমাবেশ চলাকালীন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার মো. হাসমত আলী এবং ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ওম্মে তাহেরা আঁখি সমাবেশস্থলে এসে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন।সালাহউদ্দিন খোকা মোল্লার সমাবেশে সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রাহাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, পানি নিস্কাশন কমিটির সহ সভাপতি আবুবক্কর মল্লিক, সাধারন সম্পাদক মো. মাসুদ, সাংবাদিক সেলিম মুন্সি, সহ সম্পাদক মো. সেলিম হোসেন, মন্টু জামান, আতিক, হাজী সুলতান, রকি, শামিম, কালাম, সালাহউদ্দিন, সাংবাদিক মাসুদ আলী, আওলাদ হোসেন মোল্লা মার্কেটের সভাপতি মো. মনির হোসেন, মো. বুলু, মো. শাহিন হোসেন, মো. মিলন, মো. সিদ্দিক, মো. বাবুল প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।