ঢাকাশনিবার , ৮ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ভেঙ্গে দেয়া হচ্ছে জেলা বিএনপির আহবায়ক কমিটি

আবু বকর সিদ্দিক
অক্টোবর ৮, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় নির্বাচন ও বিএনপির আন্দোলন-সংগ্রামের কঠিন সময় মোকাবিলা করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটির গঠনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় বিএনপি। সেই লক্ষ্যে অভিজ্ঞ সিনিয়র ও সাবেক ছাত্রদল নেতাদের ওপরেই ‘আস্থা’ রাখছে বিএনপির হাই কমান্ড। আর অভিজ্ঞ সিনিয়র ও তারুণ্যের সমন্বয়ে কমিটি গঠন হলে, দল সাংগঠনিকভাবে বেশি শক্তিশালী ও গ্রহণযোগ্য এবং আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রাম আর গতিশীল হবে মনে করছেন তৃনমূল।বিএনপির হাইকমান্ড সূত্র জানায়, বিএনপির চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে ঢাকার সবচেয়ে কাছের জেলা নারায়ণগঞ্জকে। অতীতে বিএনপির আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই কথা বিবেচনা করেই জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বা আহ্বায়ক এবং সদস্য সচিব পদে অভিজ্ঞ সিনিয়র ও সাবেক তরুণ ছাত্রদল নেতাদের গুরুরত্বপূর্ণ দিয়েই কমিটি গঠনের চিন্তা করছে হাইকমান্ড। বিগত সময়ে ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলে নেতৃত্ব দিয়ে যাঁরা তৈরি হয়েছেন তাঁরা মূল দলে আসছেন। ফলে দল রাজপথের আন্দোলনের সাংগঠনিক অভিজ্ঞতার আলোকে আগামী দিনে লক্ষ্যে পৌঁছাতে পারবে। সিনিয়র ও তরুণ যোগ্য ও মেধাবীদের নেতৃত্বে কমিটি গঠনের লক্ষ্যে তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গেছে।সূত্রে আরও জানায়, সাংগঠনিক দিকসহ সব কিছু বিবেচনা করে অভিজ্ঞ সিনিয়র ও তরুণ ও সাবেক ছাত্রনেতাদের হাতে দেওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি। নেতৃত্ব খুঁজতে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যকে দায়িত্বও দেওয়া হয়। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সবার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। জেলা বিএনপির যোগ্য নেতৃত্বে কার হাতে তুলে দিবে এবং কে সাংগঠনিক ভাবে দলকে নেতৃত্ব দিতে পারবে তাদের একটি তালিকা তৈরি করছেন। যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে। এ ছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকেও খোঁজ নিচ্ছেন। সব কিছু যাচাই-বাছাই করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি দেওয়া হবে।একাধিক নেতা জানান, যে উদ্দেশ্য নিয়ে দল নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির মাধ্যমে দল পুনর্গঠনের নির্দেশনা ছিল- তা জেলার নেতাদের ব্যর্থতার কারণে সফল হচ্ছে না। নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা এখনও তৃণমূল গোছাতে পারেনি। নির্দিষ্ট সময়ে ইউনিয়ন-থানাসহ সংশ্লিষ্ট জেলার সব ইউনিটের কমিটি করতে তারা ব্যর্থ হয়েছেন। বেশ কয়েকজন জেলার শীর্ষ নেতারা পদ পেয়ে সক্রিয়ভাবে কাজ করছে না বলে কেন্দ্রের কাছে তথ্য রয়েছে। যারা নিষ্ক্রিয় ও তৃণমূলকে শক্তিশালী করতে পারছে না-তাদের একটি তালিকা করা হচ্ছে। তালিকা ধরে ওই সব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসকল কারনেই জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আবারও নতুন করে কমিটি দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় কমিটি।এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। গত ২০২০ সালের ৩১শে ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিগত ২০ মাস অতিবাহিত হলেও জেলা বিএনপির বিএনপির সম্মেলন তো দূরের কথা এখনও পর্যন্ত থানা ও পৌরসভার বিএনপির সম্মেলন সম্পন্ন করতে পারেনি। মূলত নিজেদের ভিতরে গ্রুপিং ও কোন্দলের কারণেই সম্মেলন করতে পারেনি। যদিও আড়াইহাজার উপজেলা ও দুটি পৌরসভা এবং সোনারগাঁ উপজেলা ও পৌরসভা কমিটি সম্মেলন সম্পন্ন করতে পারলেও রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা কমিটির সম্মেলন নিয়ে চলছে নানা জটিলতা। নিজেদের ভিতরে কোন্দল ও গ্রুপিং এর কারনেই এসকল কমিটির সম্মেলন করতে পারছে না। যার ফলে কেন্দ্রের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক কমিটি বাতিল করা হয়। আর বর্তমান আহ্বায়ক কমিটির উপর আস্থা রাখতে পারছেন না কেন্দ্র। এসকল ব্যর্থতার কারণেই নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে ঢেলে সাজাতে চায় হাইকমান্ড।নতুন কমিটির দায়িত্বে আসতে এরইমধ্যে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির একডজন সিনিয়র ও জুনিয়র নেতারা। জেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক বা সভাপতি পদে হিসাবে দাঢিত্ব পেতে চান জেলা বিএনপি’র নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় রয়েছে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বর্তমান সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, সদস্য সচিব বা সাধারণ সম্পাদক পদে দায়িত্ব চায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।