ঢাকাবৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ নির্বাচন ঘিরে যান চলাচল ও অস্ত্র বহনে বিধি নিষেধ

আবু বকর সিদ্দিক
অক্টোবর ১৩, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তিনারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিধিনিষেধ আরোপ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে জারি করা দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের ভোটকেন্দ্র এলাকায় যানবাহন চলাচল ও বৈধ অস্ত্রবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে বিধি নিষেধ জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা ভোটকেন্দ্রের আশেপাশের এলাকায় যানবাহন ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ আগামী ১৬ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের আশেপাশে মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন বা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এছাড়া জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতদিন বৈধ অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৪ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) পর্যন্ত নারায়ণগঞ্জে বৈধ ও লাইসেন্স থাকা অস্ত্র বহন এবং প্রদর্শনে করা যাবে না বলে উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে জেলা পরিষদ প্রশাসক (চেয়ারম্যান) পদে চন্দন শীল বীনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়ে আছেন। এদিন সদস্য পদে ভোট দিবেন ভোটারগন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।