ঢাকাশুক্রবার , ১৪ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

আবু বকর সিদ্দিক
অক্টোবর ১৪, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে।শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় বিকালে শুরু হওয়া ওই সংঘর্ষ সন্ধা অবদি চলে। এসময় দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। পরে পুলিশের উপস্থিতি দেখে চলমান সংঘর্ষ থেকে বিরত হয় উভয় পক্ষ। তবে ওই ঘটনার পর থেকে এখনো ওই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।আহতদের মধ্যে ইমরান, আখি, ইমন, বিল্লাল হোসেন, নুরুল ইসলাম, জরিনা বেগম, আঃ রহমান, জিয়াউদ্দিন, বিউটি বেগম, আরিফ ও মকবুলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার নির্বাচনে স্থানীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাসেল খানের সাথে বিপুল ভোটে পরাজিত হয়। ওই নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগ নেতা হাফেজ খান জয়ী প্রার্থী রাসেলকে সমর্থন করায় আনোয়ারের সাথে তার বিরোধ চলছিল।এর আগেও বেশ কয়েকবার তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শুক্রবার আনোয়ারের লোকদের বিভিন্ন স্থানে অশালীন কথা বলা হচ্ছে এমন অভিযোগ এনে হাফেজ খানের উপর হামলা চালায় আনোয়ার ও তার সমর্থকরা। এ খবর পেলে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা আক্রমন চালায় হাফেজ খানের লোকজনরা। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা শুরু হয়।এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, সংঘর্ষ হয়েছে কথা ঠিক, তবে এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের ঘটনারসময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এখন ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।