ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আইভীর আশীর্বাদপুষ্ট প্রার্থী ইভিএমকে চুরি বলছে !

আবু বকর সিদ্দিক
অক্টোবর ১৯, ২০২২ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আলোচনায় আসতে চাচ্ছেন পরাজিত সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী আছিয়া খানম সুমি। এর আগে ২০১১সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ( ১৩,১৪,১৫) হয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল তার। সেই সুমি এবার কারচুপির অভিযোগ তোলার পাশাপাশি তার পরাজয়ের কারণ হিসেবে প্রভাবশালী ২ সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের নাম জড়িয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়াকে ‘ প্রলাপ বকা’ বলে আখ্যা দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তারা বলছেন, তিনি এমন কোন প্রার্থী না যে তাকে পরাজিত করতে ২ শক্তিধর এমপি নেপথ্যে কলকাঠি নাড়বেন, এটা পরাজিত হয়ে প্রলাপ বকার মতই। যেখানে জয়ী প্রার্থী এর আগেও জেলা পরিষদের সদস্য ছিলেন, তার স্বামী ও পিতা প্রভাবশালী আওয়ামীলীগ নেতা। অপর পরাজিত প্রার্থী নাছরিনের প্েক্ষ খোদ বন্দরের প্রভাবশালী চেয়ারম্যান দেলোয়ার প্রধান মাঠে ছিলেন , সেখানে তিনি কোন অভিযোগ তুললেন না আর সুমি এখন অভিযোগ তুলছেন, যা হাস্যকর। বিশেষ করে পরাজিত প্রার্থী সুমি যে নাসিক মেয়র আইভীর আশীর্বাদপুষ্ট প্রার্থী ছিলেন এটা ছিল ওপেন সিক্রেট। সেই সুমি ইভিএম নিয়ে চুরির অভিযোগ তোলায় প্রশ্ন উঠেছে, তাহলে কি গত সিটি কর্পোরেশন নির্ব্চানেও কি চুরি হয়েছিল? আর যদি সুমির অভিযোগ মিথ্যা হয় তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হোক।জানা গেছে, মঙ্গলবার কয়েকটি গণমাধ্যমে নিজের দেয়া বক্তব্যে আছিয়া খানম সুমি বলেন, ‘আমাকে ওসমান পরিবারের দুই ভাই শামীম ওসমান ও সেলিম ওসমান হাতে ধরে পরাজিত করেছেন। ভোটে কারচুপির মাধ্যমে অযৌক্তিক একটা ফলাফল আমার হাতে তুলে দিয়েছে।ভোটগ্রহণের দিনও ঐ দুই সাংসদের নির্দেশনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন, কেন্দ্রে সাংবাদিক ঢুকতে না পারলেও পুরো কেন্দ্রভর্তি শামীম ওসমানের অনুসারী নেতা-কর্মীরা ছিল’। পরাজিত প্রার্থী সুৃমির এমন বক্তব্যে রীতিমত হাস্যরসের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আড্ডারত আওয়ামীলীগের নেতাকর্মীরা বলেন, শামীম ওসমান ও সেলিম ওসমানের বিরুেদ্ধ কথা বলে নিজেকে ‘জাতে’ উঠানোটা এখন এই শহরের ট্রেন্ডে পরিণত হয়েছে। তারা বলেন, মূলত দেওভোগ নিবাসী সুমি ছিলেন মেয়র আইভীর আশীর্বাদ পুষ্ট প্রার্থী। কিন্তু সুমির অবস্থা বেগতিক দেখে মেয়র আইভী নিজে থেকেই সুমির জন্য ভোট চাওয়া বন্ধ করে দিয়েছিলেন বলে আমরা শুনেছি। নেতাকর্মীরা বলেন, সুমির বেগতিক অবস্থা দেখে মেয়র আইভী নেপথ্যে অপর পরাজিত প্রার্থী নাছরিনের পক্ষে ভোট চেয়েছিলেন বলে আমরা শুনেছি। খোদ তার দেবর দেলোয়ার চেয়ারম্যান নিজেই আলীর টেকে গিয়ে বলেছেন, “ সুফিয়ান আমার ভাগিনা। মেয়রের সাথে কথা হয়ে গেছে। আমার ভাবী নাছরিন পাস করেব’। এখন সুমি বলছে কেন্দ্র ভর্তি শামীম ওসমানের লোক ছিল আর নির্বাচনে কারচুপি হয়েছে, যা হাস্যকর। যেখানে প্রার্থীরা ঢুকতে পারেনি ঐ কেন্দ্রে ভোট গ্রহনের সময়, যেখানে বাঘা বাঘা প্রার্থীরা কারচুপির অভিযোগ করলেন না সেখানে সুমির এমন অভিযোগ হাস্যকর তো বটেই, পাগলের প্রলাপ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।