না’গঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি হাই সম্পাদক বাদল

দীর্ঘদিন পর সম্মেলনের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ষষ্ঠতম সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবদুল হাই ও সাধারণ সম্পাদক পদে আবু হাসনাত শহীদ বাদলকে পূণরায় বহাল রাখা হয়েছে। এছাড়াও ত্যাগীদের মূল্যায়ন করে শীঘ্রই পূর্ণঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় নেতারা। ২৩ অক্টোবর নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়াম মাঠে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ষষ্ঠতম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই কমিটির ঘোষণা দেন। এর আগে ২০১৬ সালের ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের তাৎকালীন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে সভাপতি এবং সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ-সভাপতি ও আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করেছিলেন কেন্দ্র। এর ১৩ মাস পর ২০১৭ সালের ২৫ নভেম্বর ৬ টি পদ শূন্য রেখে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলার সর্বশেষ কাউন্সিল হয় ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। অধ্যাপিকা নাজমা রহমানকে সভাপতি ও এমপি শামীম ওসমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ