ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরের প্রাইভেটকারে মাদক বিক্রি

আবু বকর সিদ্দিক
অক্টোবর ২৫, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে অভিনব কায়দায় প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ ১৪-৮৬৭৩) চালক সেজে রানা(৩৮) নামে এক মাদক কারবারি দেদারসে মাদকের বড় বড় চালান ভেলিভারী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বন্দর থানা প্রশাসনের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে এই ব্যবসায়ী। অথচ ধরা ছোয়ার বাইরেই রয়েছে সে। তার সাথে পুলিশের বড় বাবুদের আবার সেরকম সম্পর্ক। তাই সে গ্রেফতার হচ্ছেনা এমনটাই বলছেন সচেতন মহল। ৬মাস পূর্বে মাদকসহ ডিবি পুলিশের কাছে গ্রেফতার হয়ে ফের জামিনে বের হয়ে পুরনো ব্যবসায় ফিরেছে মাদক কারবারি রানা। সুত্রে জানা গেছে, বন্দর থানা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রাইভেটকারের চালক সেজে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের দেওলী চৌড়াপাড়া এলাকার রানা ওরফে চরকী রানা দীর্ঘদিন ধরে প্রাইভেট কারে বহন করে ফেনসিডিল ও ইয়াবার ব্যবসার বড় বড় চালান ডেলিভারী করে থাকে। বন্দর থানা পুলিশ ও ডিবি পুলিশের সাথে সখ্যতা রেখে গোপনে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত ৬মাস পূর্বে ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় সে। পরে কারাভোগ শেষে গত ১মাস পূর্বে জামিনে বের হয়ে পূণরায় প্রাইভেট কারে বহন করে মাদক ব্যবসা করছে বলে সুত্র জানায়। এদিকে বন্দরে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ব্লাক জনি, ক্যাপ রোমান, সালাউদ্দিন নামে মাদক কারবারিদের সাথে রয়েছে তার দহরম মহরম সম্পর্ক। এজন্য সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রশাসনের সাথে সুসম্পর্ক রেখে ভিন্ন কৌশল ব্যবহার করে প্রাইভেটকারে বহন করে মাদকের বড় বড় চালান ডেলিভারী দিয়ে থাকে। দেওলী চৌড়াপাড়া এলাকায় গোলজার মিয়ার ছেলে এই রানার নেতৃত্বে নদীর পাড় এলাকায় গোপনে চালিয়ে যাচ্ছে ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা। এদের রয়েছে কয়েকটি হোন্ডাবাহিনী। হোন্ডাযোগে বিভিন্ন স্থানে মাদক পাচার করে থাকে। সাধারন মানুষ জেনেও তাদেও ভয়ে মুখ খুলতে সাহস পায়না। কেননা রানার রয়েছে স্থানীয় প্রশাসর ও ডিবি পুলিশের সাখে সুসম্পর্ক। যারা প্রতিনিয়ত বিভিন্ন মোটরসাইকেল যোগে স্থানীয় ও বহিরাগত ক্রেতাদের মাঝে পৌঁছে দিচ্ছে মাদকদ্রব্য। তবে পুলিশের রদবদল হলেও রানার মাদকের কৌশলও পরিবর্তন ঘটে। ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে মাদক ব্যবসায়ী রানার কার্যক্রম। মাদকের এ ভয়াবহতা থেকে রক্ষা পেতে বন্দর এলাকার অভিভাবক ও এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।