নগর প্রতিবেদকনারায়ণগঞ্জে দুই গুণী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। সোমবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে দুই গুণী শিক্ষককে সম্মাননা প্রদানের উদ্যোগ নেয় সিদ্ধিরগঞ্জের গোদনাইলের হলি উইলস স্কুল। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকতায় নিরলস অবদানের স্বীকৃতি হিসেবে সদর উপজেলার কুতুবআইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুনকে ‘শিক্ষাবিদ হাজেরা রফিক শিক্ষক সম্মাননা’ এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিনকে ‘শিক্ষাবিদ সিরাজুল ইসলাম শিক্ষক সম্মাননা’ প্রদান করেন জেলা প্রশাসক।গোদনাইলের প্রয়াত শিক্ষক হাজেরা রফিক স্মরণে তার পরিবার ‘শিক্ষাবিদ হাজেরা রফিক শিক্ষক সম্মাননা’ এবং শিক্ষক সিরাজুল ইসলাম স্মরণে পরিবার ‘শিক্ষাবিদ সিরাজুল ইসলাম শিক্ষক সম্মাননা’ প্রবর্তন করেন।শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নিট-ডায়িং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাসনাত কবির প্রমুখ।অনুষ্ঠানে বক্তৃতায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ শিক্ষক সমাজের প্রতি তার অশেষ শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শিক্ষকরাই আমাদের সন্তানদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। শিক্ষকের হাত ধরেই সমাজে জ্ঞান ও মেধার বিকাশ ঘটে। তাই শিক্ষকদের উচ্চ সম্মান ও মর্যাদা দেয়া আমাদের দায়িত্ব।’তিনি বলেন, একজন শিক্ষার্থীর ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে শিক্ষকের প্রভাব সবচেয়ে বেশি। কাজেই শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে হবে। তিনি শিক্ষার্থীদের শুরু লেখাপড়া শেখানোই নয়, পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার বেশি মনযোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।শিক্ষক সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষক মরিয়ম খাতুন ও রাশেদুল মতিন বলেন, এ সম্মাননা তাদের শিক্ষাক্ষেত্রে আরো নিবেদিতপ্রাণ হতে অনুপ্রেরণা যোগাবে।
না’গঞ্জে ২ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান
সোর্স:নগর প্রতিবেদক
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।