ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালের সামনে শব্দ দূষণ

আবু বকর সিদ্দিক
অক্টোবর ২৫, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসপাতালের সামনেই বাস কাউন্টারসহ সরবতের দোকানগুলোতে মাইকের প্রচারণায় শব্দ দূষণ হচ্ছে বলে অভিযোগ অনেকের। উপজেলার গোলাকান্দাইল বাস স্ট্যান্ডে প্রচারণার হাক-ডাক বসেছে। গোলাকান্দাইল স্ট্যান্ডে আসলেই চোখ রাখলেই দেখা যাবে বাঁশের খুঁটিতে মাইকের চোঙা বাঁধা। সকাল থেকে রাত পর্যন্ত উচ্চস্বরে বাজানো হচ্ছে মাইক। এসব মাইকের শব্দ দূষণের কারণে হাসপাতালসহ চার পাশের ব্যবসায়ীরা নাজেহাল হয়ে গিয়েছে। দীর্ঘ দিন ধরেই চলছে এই চোঙার তান্ডব এ যেন দেখার কেউ নেই। ঠিকমতো শুনতে পান না মোবাইলের রিং টোন। যদি বা ফোন ধরা যায়, গলি খুঁজে দাঁড়িয়ে কথা বলতে হয়। টানা শব্দের দাপটে প্রবীণ নাগরিকেরা অসুস্থ বোধ করেন। গাড়ি চালাতেও সমস্যা হয় বলে জানালেন অনেক চালক। এক প্রবীণ সাংবাদিককে প্রশ্ন করে, বাবা মাইকের আওয়াজ কবে বন্ধ হবে? এমন সময় কোনও উত্তর দিতে পারছি না।’’ গোলাকান্দাইল বাসিন্দাদের অভিযোগ, ‘‘শব্দ দূষণের ফলে মানুষ অসহনীয় যন্ত্রণায় ভোগেন। এর থেকে দ্রুত মুক্তি চাই আমরা। কিন্তু পুলিশ-প্রশাসন নির্বিকার।’’ চিকিৎসকেরা জানাচ্ছেন, শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি হারিয়ে যাওয়া, হৃদরোগে আক্রান্ত হওয়া সহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শব্দ দূষণ এই এলাকার মাথাব্যথার কারণ হয়ে উঠেছে, তা মানছেন পুলিশ কর্তারাও। এবিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ ফয়সাল হক বলেন, এই এলাকার মাইকের শব্দের বিষয়টি আমার জানা নেই । এখন জেনেছি তবে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।