আড়াইহাজারে এক গৃহস্থের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। চুরি যাওয়া একটি বড় গাভী, একটি বড় ষাঁড় ও ২টি বাছুর এর মূল্য পাঁচ লাখ টাকা। এ ঘটনা মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভার কামরানীর চর এলাকায় ঘটেছে।জানাগেছে, কামরানীর চরের কৃষক চাঁন মিয়ার গোয়ালে ৪টি গরু ছিল। মঙ্গলবার রাতে তালা মেওে চাঁন মিয়া ঘুমাতে যায়। বুধবার সকালে উঠে দেখে গোয়াল ঘরের তালা ভাঙ্গা, দরজা খোলা-৪টি গরু নেই। গোয়াল ঘর ফাঁকা। চাঁন মিয়ার চিৎকাওে আশপাশের লোকজন ছুটে আসে। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় পিকভ্যান নিয়ে এসে সংঘবদ্ধ চোরেরা গরু চুরি কওে নিয়ে গেছে।এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক চাঁন মিয়ার ভাতিজা মনির হোসেন বাদি হয়ে গতকাল বুধবার বিকালে আড়াইহাজার থানায় গরু চুরির মামলা দায়ের করেছে।আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আমার হাতে এখোনো অভিযোগ আসেনি। আসলে ব্যবস্থা নিব।
আড়াইহাজারেএক গৃহস্থের ৪টি গরু চুরি
সোর্স:নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।