ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকে ভিপি বাদল আমরা খেলার জন্য প্রস্তুত আছি

আবু বকর সিদ্দিক
অক্টোবর ২৬, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, আমাদের নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে আহবান করে বলেছিলেন দেখতে আসবেন নারায়ণগঞ্জের সম্মেলন। সেই সম্মেলন যথার্থ ভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি জননেতা শামীম ওসমানের সেই প্রিয় বাক্য যে খেলা হবে । সেই খেলা হবে স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে। ডিসেম্বরে খেলা বিএনপির ভাইয়েরা আমরা খেলার জন্য প্রস্তুত। আগামী দিনে জনগণের রায় নিয়ে শেখ হাসিনার সরকার সরকার গঠন করবে। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে শহরের মাসদাইর কবরস্থানে পুনরায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওসমান পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং রূহের মাগফেরাত কামনা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা গুলো বলেন তিনি। ভিপি বাদল বলেন, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের নামে যে সেতু হয়েছে, সেই নাসিম ওসমান সেতুর উদ্বোধন করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওসমান পরিবারের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু একেএম শামসুজ্জোহার কথা ও খান সাহেব ওসমান আলীর কথা। শেখ কামাল ও নাসিম ওসমানের কথাও বলেছেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাটি। বঙ্গবন্ধু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বীজ বপন করেছিলেন। দীর্ঘ পঁচিশটি বছর পর আমাদের দিনরাত পরিশ্রমের ফলে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যার অক্লান্ত পরিশ্রমেই এ সম্মেলন হয়েছিল তার কথা না বললেই নয় তিনি হলেন আমাদের সহযোদ্ধা প্রিয়বন্ধু জননেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। বিশেষ করে আমাদের যাদের দ্বারা নির্বাচিত ও মনোনীত হয়েছি সে সমস্ত কাউন্সিলর ও ডেলিগেটস ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এসময় উপস্থিত আরও ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধার সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, উপ- প্রচার সম্পাদক নাসির উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জিকো, ফতুল্লা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. অলিসহ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।