জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) বাজার পরিদর্শন কালে নারায়গঞ্জের বন্দও উপজেলার নবীগঞ্জে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙ মিশিয়ে অনুমোদনহীন ভাবে খাদ্যপন্য তৈরির অপরাধে ফাহিম বেকারি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদনহীনভাবে খাদ্যপন্য তৈরির অপরাধে বিসমিল্লাহ বেকারিকে ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয় ।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় কৃষি বিপণন বিভাগের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বন্দরে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
সোর্স:নিজস্ব প্রতিবদক, বন্দর
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।