নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ কিশোর গ্যাংয়ের হামলায় এক চোখ হাড়িয়ে স্কুল ছাত্র ফাহাদ বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞাণ ইনিস্টিটিউটে ভর্তি আছেন। কিশোর গ্যাংয়ের এমন বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে তার সহপাঠী ও এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছে। এসময় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী শিক্ষার্থী ও এলাকাবাসী। হামলার শিকার ৮ম শ্রেণির ছাত্র মো. আল ফাহাদ (১৪) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এর উপর কিশোর গ্যাংয়ের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। কিশোর গ্যাং সদস্যদের রডের আঘাতে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। ওই ঘটনায় আহত স্কুল ছাত্রের বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন- মোস্তফা কামাল (৪৮), মেহেরাজ মাহি (১৮) ও শাহেদ (১৮)।রবিবার (৬ নভেম্বর) দুপুরে মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা ওই মনববন্ধনে অংশ নেয়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মিজমিজি পাইনাদী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার পরেও কোন অজানা কারনে প্রশাসন কেন কোন পদক্ষেপ নিচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না হয় তবে সামনে মিক্ষার্থীদের কঠিন আন্দোলনের মুখে পরতে হবে।এ ঘটনায় আহত ফাহাদের পিতা সিরাজুল ইসলাম জানান, আমার ছেলেকে হত্যার উদ্দেশে আঘাত করা হয়েছে। সেই অঅঘাতে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, ঘটনার সাথে জড়িত শাহেদ নামে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মোস্তফা কামাল (৪৮) এর নির্দেশে স্কুল ছাত্র মো. আল ফাহাদকে রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয়েছিল। হামলায় ওই স্কুল ছাত্রের একটি চোখ নষ্ট হয়ে যায়। বর্তমানে সে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সস্টিউট হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কিশোর গ্যাংয়েরহামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।