ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষাযানজট ভোগান্তিতে পরীক্ষার্থীরা

আবু বকর সিদ্দিক
নভেম্বর ৬, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সারাদেশের সাথে এক যোগে নারায়ণগঞ্জেও অনুষ্ঠিত হয়ে। কোভিড মহামারি ও বন্যার কারণে কয়েক দফা পিছিয়ে সাত মাস পর রবিবার (৬ নভেম্বর) শুরু হয়েছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে, পরীক্ষার প্রথম দিনে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। রবিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া, ২নং রেলগেট, ১নং রেলগেট, আলী আহম্মদ চুনকা পাঠাগারের রাস্তার সামনে, ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ডাকবাংলা মোড় এলাকা ঘুরে যানজটের এমন চিত্র দেখা যায়। এসব এলাকায় যানজটের কারণে নগরবাসীকে ও পরিক্ষাথীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে সকাল থেকেই।এদিকে, যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।সাময়িক যানজটে অনেকে পায়ে হেটে যাত্রা করেন তাদের গন্তব্যে। যাত্রীদের অভিযোগ, সড়কে চালকরা নিয়মশৃঙ্খলা না মানায় যানজট পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। যানজট মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদেরও।মো. আল মেহেদী নামে এক পধচারী বলেন, যানজট প্রতিদিনের সমস্যা। শহরে থাকতে হলে যানজটকে সঙ্গে নিয়েই থাকতে হবে। কারণ যে পরিমাণে গাড়ি সড়কে বেড়েছে তার যাত্রীদের তুলনায় অনেক বেশি এবং এসব গাড়ি একসঙ্গে চলাচলে পর্যাপ্ত সড়ক নেই। তাই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এতে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায়।আরেক পথচারী ফয়সাল আহমেদ রাতুল বলেন, শহরের মূল সড়কই হলো বঙ্গবন্ধু সড়ক। এখানে গণপরিবহরসহ ব্যাক্তিগত গাড়ী নিয়ে চলাফেরা করে। তাছাড়া যানজটের অন্যতম কারণ অটোরিক্সা ও মিশুক গুলোর কারণে। যেখানে সেখানে তারা থামিয়ে রাথে। রাস্তার পাশেই পার্কিং করে রাখে।নির্দিষ্ট সময়ের ২ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। কেননা রাস্তায় যানজট বড় ধরণের ভোগান্তি সৃষ্টি করে। কেন্দ্রে কেন্দ্র পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়, যানজট এড়াতে এবছর এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রশ্নফাঁসের গুজবে পরীক্ষার্থীরা যেন প্রভাবিত না হয় সেজন্য পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে আগেই জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তাই সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে দেখা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, সকাল থেকেই অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভিড় বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে সড়কে বেড়েছে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি চাপ। ফলে আজ অন্যদিনের তুলনায় সকাল থেকেই যানজট একটু বেশি।নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী শারমিনকে নিয়ে তোলারাম কলেজে পরীক্ষার কেন্দ্রে এসেছেন তার বাবা। তিনি বলেন, এই এলাকায় সবসময় যানজট হয়। তাই সাড়ে ৮ টায় রওনা দিয়ে ১০ টায় এসে পৌঁছেছি। যেহেতু অন্যান্যবারের তুলনায় এবার সময় কম, তাই প্রশ্নের সঙ্গে সময়ের সামঞ্জস্যটা ঠিক রেখে লিখতে পারলেই ভালো হবে।যানজট নিরসনে করতে ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার লাইভ নারায়ণগঞ্জকে বলেন, এইসএসসি পরিক্ষাকে কেন্দ্র করে আমরা সব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। পরিক্ষার আগে ও পরে আমাদের পুলিশ যানজট নিরসনে প্রায় প্রতিটা স্পটেই কাজ করে যাচ্ছে। পরির্ক্ষীরা যাতে সহজে কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য, আমরা সব সময় তৎপর আছি। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা, থানা ও সাদা পোশাকে পুলিশ কর্মকর্তারা নিরাপত্তার জন্য কাজ করছে। পাশাপাশি আমরাও এই বিষয়ে সতর্ক আছি। যাতে করে পরীক্ষার সময় কেউ কিশোর অপরাধ, ছিনতাইয়ের মতো অপরাধ না ঘটাতে পারে। ট্রাফিক পুলিশ সরাসরি ক্রাইমের সাথে সম্পৃক্ত না তবে, আমাদের সামনে যদি কোন অপরাধ সংগঠিত হয় তাহলে অবশ্যই আমরা সেটার আইনত ব্যবস্থা গ্রহর করবো। উল্লেখ্য, এবার ঢাকা বোর্ডের অধীনে নারায়ণগঞ্জ থেকে অংশগ্রহণ করেছে ১৯ হাজার ৬৪ জন পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জে ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তার মধ্যে আলমি ৬ ও ভোকেশনাল ৪ টি । সব মিলিয়ে কেন্দের সংখ্যা হলো ১৯টি। এর মধ্যে ভোকেশনাল ও এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট’র (বিএম) কেন্দ্র ৪টি, আলিম পরিক্ষার কেন্দ্র ৬টি।এ জেলায় ১৯ হাজার ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ভোকেশনাল ও বিএম পরিক্ষায় অংশগ্রহণ করবে ১৫শ’ ৫৪ এবং আলিম পরীক্ষায় অংশ নিবে ১ হাজার ১ জন পরীক্ষার্থী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।