ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস নেই সিদ্ধিরগঞ্জে

আবু বকর সিদ্দিক
নভেম্বর ১০, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চলছে গ্যাস সঙ্কট। তবে বুধবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত টানা ২৪ ঘণ্টা যাবত অনেক বাসাতে একেবারেই গ্যাস নেই। যাদের বাসায় গ্যাস রয়েছে তাদের চুলাও জ্বলছে একেবারে নিভুনিভু করে যা রান্না করার উপযোগী না। এই গ্যাস সংকট শুধু সিদ্ধিরগঞ্জেই নয় চলছে নারায়ণগঞ্জসহ আশেপাশের শহর জুড়ে। এর কারণে কেউ কেউ বাড়তি খরচ দিয়ে লাকড়ি চুলায় রান্না করে কোনো মতে দিন কাটাচ্ছেন। আবার কেউ কেউ বাহির থেকে অতিরিক্ত খরচে হোটেল থেকে কিনছেন খাবার ।বৃহস্পতিবার (১০ নভেম্বর) সিদ্ধিগঞ্জের পাইনাদি নতুন মহল্লা, শাপলা চত্বর, দোয়েল চত্বর, কামাল উদ্দিন সড়ক, হিরাঝীলসহ বেশকিছু এলাকাতেই এই সমস্যা দেখা যায়।এদিকে ঢাকার দক্ষিণ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা। কিন্তু এলাকায় এলাকায় মাইকিং না করায় বেশিরভাগ মানুষ বিষয়টি জানতেন না। এতে করে চরম ভোগান্তিতে আছে এখানকার বাসিন্দারা।পাইনাদি নতুন মহল্লা এলাকার গৃহিণী রেবেকা সুলতানা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে আমাদের বাসায় গ্যাস নেই। রাতে খাবার লাকড়ি চুলায় রান্না করে খেয়েছি।তিনি আরো বলেন, সকাল থেকে এখন পর্যন্ত একটুও গ্যাস আসেনি চুলায়। সকালের নাস্তা তো বাহির থেকে কিনে এনেছি। কিন্তু দুপুরের খাবার কিভাবে রান্না করব তা বুঝতেছি না।এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী ইমরান জানান, আমি দুই দিন ধরে ছুটিতে আছি আমার এবিষয়ে জানা নেই।এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মুকবুল আহম্মদের ফোনে একাধিক বার ফোন করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. মফিজুল ইসলামের ফোন বন্ধ পাওয়া যায়।গ্যাস সংকটের বিষয়ে সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর আহবায়ক হাজী নূর উদ্দিন বলেন, ‘গ্যাস নিরবচ্ছিন্ন রাখতে আমরা বারবার তিতাসকে অনুরোধ করেছি। এমনকি তাদের কার্যালয় ঘেরাও করে আন্দোলন করেছি। তবুও তারা নারায়ণগঞ্জবাসীকে সেবা দিতে ব্যর্থ। কয়েকমাস ধরে চুলায় গ্যাসের চাপ নেই। এর ভেতর কিছু দিন পর পর গ্যাস থাকবে না বলে জানায়। সব মিলিয়ে মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার।’এবিষয়ে একটি সামাজিক সংগঠনের সদস্য নাদিমুল ইসলাম জানান, দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টা ধরে গ্যাস নেই বাসায়। এতে আমরা চরম দুর্ভোগে আছি। বাসায় খাবার ঠিক মত রান্না করতে পারছে না। অফিস থেকে বাসায় যাওয়ার সময় রাতের খাবার কিনে নিয়ে যাব।তিনি আরো বলেন, শুনেছি গ্যাসের চাপ বাড়ানোর জন্য নাকি গ্যাস লাইনে কাজ করছে কিন্তু আমাদের জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি মাইকিং করে বলতে পারতেন। তাহলে আমরা একটু শতর্ক হতে পারতাম। গ্যাসের এই সমস্যা তো আজকে নতুন না। প্রায় সময় তো বাসায় গ্যাস থাকে না।নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, তিতাস গ্যাসের লোকেরা তাদের লাইনের কাজ করতেছে এর জন্য মূলত অনেক এলাকায় গ্যাস নেই। তবে তারা কাজ করছে আশা রাখি আগামীকাল থেকে সবার বাসায় গ্যাস চলে আসবে।উল্লেখ্য, গত শনিবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত আগামী ৭দিন ঢাকার দক্ষিণ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গ্যাসের স্বল্পচাপ থাকবে। ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার উচ্চ চাপের সঞ্চালন পাইপলাইনের ইন্টিলিজেন্ট প্লাগইন কার্যক্রম পরিচালনা করবে। এ সময়ে তিতাস গ্যাসের অধীভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন হবে। লাইনে স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে তিতাস গ্যাস জানিয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।