ঢাকাবুধবার , ১৬ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের অফিসে হামলা

আবু বকর সিদ্দিক
নভেম্বর ১৬, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ উপজেলার পিরোজপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, হামলায় পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়। এ সময়ে অফিসের চেয়ার, টেবিল, ফ্যান, লাইট ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে, গত ১১ নভেম্বর পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার যুব মহাসমাবেশে অংশ নেয় এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদকআব্দুর রউফ, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহŸায়ক আব্দুল জলিল, পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারি, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সবুর খান এর নেতৃত্ব অতর্কিতভাবে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আগামী ১০ ডিসেম্বরের পরে ৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কাউকে তারা এলাকায় থাকতে দিবে না বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।