বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্রী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে আড়াইহাজার থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নানাভাবে উত্যক্ত করতো মাদ্রাসা-পড়ুয়া কিশোরীকে। পরে নানাভাবে ফুসলিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একদিন বন্ধুদের সহযোগীতায় বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী যুবক উজ্জ্বল (২২)। কিশোরী মেয়েটি বিয়ের প্রলোভনে পড়ে বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। এভাবে তিনমাস ধরে মেয়েটিকে ধর্ষণ করে ওই যুবক। সর্বশেষ গত ১৪ নভেম্বর বিকালে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক শেষে ওই যুবক সাফ জানিয়ে দেয় যে, সে তাকে বিয়ে করতে পারবে না। কোন উপায় না দেখে কিশোরীর মা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার। তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছি। এই ঘটনায় একটি ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেলের পরিক্ষা করানো হবে।