ঢাকাশুক্রবার , ২৫ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষন

আবু বকর
নভেম্বর ২৫, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে স্কুল ছাত্রীকে (১২)ধর্ষনের ঘটনায় অভিযুক্ত শামীমকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশিয়ারা পশ্চিমপাড়া এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার রাতেই শামীমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শামীম ওই এলাকার নূর ইসলাম বেপারী ছেলে।মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কুশিয়ারা সুতারপাড় বড় মসজিদ এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে শামীম বাদীর স্কুল পড়ুয়া মেয়েকে বিভিন্ন ভাবে উক্তত্য করে আসছিল। এক পর্যায়ে বাদি তার মেয়েকে তার দেশের বাড়ি সুদূর রংপুরে পাঠিয়ে দিয়ে ভাড়াকৃত বাড়ি বদল করে অণ্যত্র বসবাস করে আসছে। গত ১৯ নভেম্বর বাদী মেয়ে স্কুলের পরিক্ষা শেষ হওয়ায় সে তার পিতা মাতার কাছে বেড়াতে আসে। শামীম স্কুল ছাত্রী আগমেনর কথা জানতে পেরে সেখানেও তাকে উক্তত্য করতে শুরু করে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাদীর স্কুল পড়ুয়া মেয়ে তার ভাড়াকৃত বাসা হতে বের হলে ওই সময় উৎপেতে থাকা শামীম ওই স্কুল পড়ুয়া মেয়েকে মুখ চেপে ধরে জোর পূর্বক ভাবে ধর্ষন করে পালিয়ে যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।