মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদক পদপ্রার্থী ৬ জন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে কর্মী ও সমর্থকেরা চাঙা হয়ে উঠছেন। এদিকে পদপ্রত্যাশী নেতারা উপজেলা, জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন।বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক ভাবে দুর্বল। এ ইউনিয়নে বারবার নৌকাকে ব্যাপক ব্যবধানে পরাজিত করে লাঙ্গলের বিজয় হয়। সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারন সম্পাদক পদের জন্য একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে মো: মজিবর রহমান ও তৌকির আহম্মেদের নাম উল্লেখযোগ্য। এদিকে সাধারণ সম্পাদক পদের জন্য আবুল হাছনাত জনি, ইসমাইল হোসেন, মেজবাহ উদ্দিন মিলন ও সাইফুল ইসলাম এর নাম আলোচিত হচ্ছে।মুঠোফোনে মজিবর রহমান বলেন, নেতা কর্মীরা যদি আমাকে ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্ব দেয়, তাহলে আমি নেব। নেতা কর্মীর ইচ্ছা বা নির্দেশের বাইরে কখনো কাজ করিনি, করবও না।এদিকে সাধারণ সম্পাদক পদের জন্য আবুল হাছনাত জনি বলেন, আমার বাবা মৃত আলাউদ্দিন ভ্যন্ডার ছিলেন মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বাবার আদর্র্শ নিয়ে দলের জন্য কাজ করেছি কোন দিন পদ পদবীর আশা করিনি। আমার বাবার মৃত্যুর পর দেখতেছি মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক ভাবে দুর্র্বল হয়ে পরেছে। এখন দলের নেতা কর্মীরা যোদি আমাকে যোগ্য মনে করে দেয় আমি নেব। আর যোদি আমার চেয়ে যোগ্য অন্য কাউকে মনে করে দিয়ে দেয় আমি তার সাথেই কাজ করবো।